পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বড়লেখা উপজেলা ও পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজবেক ও ব্যবসায়ী সাইদুল ইসলাম। শনিবার (১৫ জুন) রাতে এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় সাইদুল ইসলা জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বড়লেখা উপজেলা ও পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। ঈদুল আজহা আমাদের ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার দীক্ষা দেয়।
মহান আল্লাহ্ যেন আমাদের পৃথিবীকে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ থেকে রক্ষা করে বিশ্ববাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ অব্যাহত রাখেন।
ঈদ মোবারক।