সিলেট৭১ নিউজ:: সিলেট মহানগর যুবলীগের অন্তর্ভুক্ত ৪ নং ওয়ার্ড যুবলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বুধবার গণমাধ্যমে প্রেরিত সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার স্বাক্ষরিত এক পত্রে ৪ নংওয়ার্ড কমিটি অনুমোদন করা হয়। উক্ত কমিটিতে সভাপতি পদে গোলাম মেহেদী শাকিল কে মনোনিত করা হয়।
গোলাম মেহেদি শাকিল বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা , পাশাপাশি তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট মহানগর শাখার সহসভাপতি।
উক্ত কমিটিতে অন্যান্যরা হলেন, সাধারণ সম্পাদক মাসুক মিয়া, সহ সভাপতি শেখ লিমন আহমদ, আব্দুল হাফিজ, সুহেব আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হানিফ খান, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মুরাদ, মো. ফারুক-কে মনোনিত করা হয়।
কমিটি ঘোষণার পর সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, প্রাধনমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিলের নির্দেশে সিলেট মহানগর যুবলীগ সর্বদা কাজ করে যাচ্ছে। বর্তমানে একসাথে মহানগরী ৩ টি ওয়ার্ড
কমিটি গঠন করা হয়েছে ,পর্যায়ক্রমে আমরা সিলেট মহানগর যুবলীগের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডে নতুন কমিটি গঠন করবো।