গোয়াইনঘাট প্রতিনিধি;: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, সরকারের সদিচ্ছার কারণেই দেশের সর্বত্র ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। বর্তমান সরকার জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ সেবক হয়ে পাশে আছে।
আমাদের সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময়ই দেশকে নিয়ে ভালো চিন্তা করেন। জনগণের জন্য তার এই ভালো মানসিকতা আছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে আবির্ভূত হয়েছে।
জনকল্যাণমুখী বর্তমান সরকারের ভালো ও ইতিবাচক চিন্তা চেতনার ফসল আজকে পদ্মাসেতু,কর্ণফুলি ট্যানেল কিংবা মেট্রোরেলের মতো চ্যালেঞ্জিং মেঘা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বঙ্গবন্ধুর তনয়ার সাফ নির্দেশ জনগণ যেন কোন ক্রমেই কষ্ট না করে। দেশের মানুষের তরে কাজ করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা মেনে আসছি। আমি আমার নির্বাচনী এলাকায় যা করেছি তা দৃশ্যমান আছে, আমি সব সময়ই জনকল্যাণমুখী উন্নয়নে বিশ্বাস করি। শিক্ষা,যোগাযোগ চিকিৎসা, বিদ্যুৎ, অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করে চলেছি। আমি ভবিষ্যতেও জনগণের কল্যানের রাজনীতিতে জড়িত থাকবো। তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের স্বচ্ছতার নিরিখে ইউনিয়ন পরিষদ পরিচালনার পাশাপাশি এলাকায় সরকারের উন্নয়নের চিত্র জনগণের কাছে পৌঁছে দিতে তাদের প্রতি আহবান জানান। তিনি রোববার বিকেল ৩টায় গোয়াইনঘাট উপজেলা অডিটোরিয়ামে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এবং সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সমবেত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এর আগে মন্ত্রী
সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সময়ে গোয়াইনঘাট উপজেলার লেংঙ্গুড়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন,৫নং পূর্ব আলীরগাঁও এবং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে একাধিক ব্রিজসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন,ভিত্তি প্রস্তর স্থাপন,গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, গোয়াইনঘাট-রাধানগর-জাফলং রাস্তার সংস্কার কাজের ভিত্তি প্রস্তর ও পরিদর্শন, গার্ডার ব্রীজের ভিত্তি প্রস্তর, সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন।
এছাড়াও মন্ত্রী ইমরান আহমদ গোয়াইনঘাটে তার হাতেগড়া ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভায় অংশ গ্রহণ, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেন। অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম,উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ইমরান হোসেন সুমন,যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আসলম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হক, সাবেক যুগ্ম সম্পাদক দেবব্রত ভট্টাচার্জ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম, দপ্তর সম্পাদক এবং ৪নং লেংঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সদস্য সদস্য সুবাস দাস,৯নং ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এবং ৫নং আলীরগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম, ১নং রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন,৬নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন,৮নং তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, আহমদ মোস্তাকীন, সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল,রুস্তমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।
আইআর/১৪ ফেব্রুয়ারি