ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃঃ সিলেটের কৃতীসন্তান, রাজনৈতিক বিশ্লেষক, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শোকবার্তায় প্রেসক্লাবের নেতৃবৃন্দরা সাংবাদিক পীর হাবিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন পাপ্পু, কোষাধ্যক্ষ বদরুল আমিন, সিনিয়র সদস্য জুয়েল খান,শহিদ আহমেদ চৌধুরী, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসান, কার্যকরী সদস্য আব্দুর রহমান বাবুল,মোস্তাফিজের রহমান কিনেল,আরকে দাস চয়ন, হাসান চৌধুরী, সহযোগী সদস্য জুলহাস আহমেদ, আসিফ ইকবাল ইরন ও ছামি হায়দার।
বিএ/৬ ফেব্রুয়ারি