ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন ইউএনও। গতকাল শুক্রবার রাত সাতটার দিকে উপজেলার গোয়ালাবাজারে ভাসমান অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন ইউএনও নীলিমা রায়হানা।
কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন, ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগ সদস্য আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, বর্তমান সভাপতি উজ্জ্বল ধর, সাধারণ সম্পাদক শিপন আহমদ, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল দাশ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, উপজেলা পরিষদের সিএ শামিম আহমদ ও আওয়ামীলীগ নেতা জয়ন্ত দেব।
এ সময় গরীব অসহায় শতাধিক শীতার্ত মনুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এর পূর্বে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পে বাড়ি পাওয়া উপকার ভোগী শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন ইউএনও নীলিমা রায়হানা ।
বিএ/৫ ফেব্রুয়ারি