স্টাফ রিপোর্ট:: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পরিবেশবিদদের সংশ্লিষ্ট কর্মীদের নিয়ে আজ নেমেছন বৃক্ষ কর্তনে। নগরীর বড় বৃক্ষ কেটে ফেলে দেয়ার জন্য উদ্যোগ নিয়েছেন বলে জানা যায়। ড্রেনের নানা প্রতিবন্ধকতা নিয়ন্ত্রণে গাছ কাটার পরিকল্পনা করেছেন। এখানে বড় বৃক্ষটি কেটে পাম হাউজ করা হবে বলে সংশ্লিষ্টদের সাথে আলোচনােয় জানা যায়।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী পরিবেশকর্মীদের বিভিন্ন স্থান ঘুরে দেখছেন। নগরীর বড় ও পুরনো বৃক্ষ রাখার প্রয়োজনীয়তা আছে কিনা না এ বিষয়ে জানার জন্য মেয়র আরিফুল হক চৌধুরী পরিবেশ কর্মীদের সাথে আলাপচারিতা করেন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী কে বৃক্ষ কেনো কাটা হচ্ছে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, পরিবেশ রক্ষা করার স্বার্থে আমরা সবাই মিলে যা যা করার তাই করবো।
এসময় আব্দুল করিম কীম জানান, ওখানে একটা ড্রেন আছে। গাছটি যদি ড্রেনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে বৃক্ষটি কেটে ফেলা হবে। তিনি আরো আরো জানান, যদি এখন মেয়র সাহেব একটি গাছ কাটার কথা বলছেন কিন্তু পূর্বে তিনি দুটো পুরনো বৃক্ষ কাটা সিদ্ধান্ত নিয়েছিলেন।
এ বিষয়ে পরিবেশ কর্মী বলেন, মেয়র সাহেব আমাদেরকে নিয়ে আসছেন ওখানে একটা পুরনো গাছ আছে, ওটা থাকবে কি থাকবে না এ বিষয়ে কথা বলতে। আমরা সব সময় উন্নয়ন এবং পরিবেশ এ জায়গায় একটা দ্বন্ধ সৃষ্টি হয়। আর জন্য মেয়র সাহেব আমাদের ডেকেছেন আসলেই কি এই গাছটা কাটা প্রয়োজন কি না এমনইটিই জানিয়েছেন তিনি। তিনি জানান ড্রেনের প্রয়োজন আছে এবং আমরা বিকল্প ব্যবস্থা খোঁজে নিব।
এবিএ/ ০২ ফেব্রুয়ারী