ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া গ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান বীরঙ্গনা জোসনা বেগম চৌধুরী (৭০) ইন্তেকাল করেছেন। শনিবার বিকালে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মহান মুক্তি যুদ্ধে তিনি অসামান্য ত্যাগ স্বীকার করে লড়েছেন স্বাধীন বাংলা অর্জনের জন্য।জাতির শ্রেষ্ঠ সন্তান জোসনা বেগমের মৃত্যু সংবাদে শোকাহত হয়ে উঠে উপজেলার মানুষ। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে শনিবার রাত ১০টায় স্থানীয় ওয়বদা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় উনার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেল পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিয়েল আহমেদ, ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের একটি দল, ফেঞ্চুগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ রাজনৈতিক, সামাজিক বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
মহান মুক্তিযুদ্ধের অসামান্য অবদান রাখা বীরঙ্গনা জোসনা বেগম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব।
বিএ/২৬ ডিসেম্বর