বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে ১নং লামাকাজি ও ২নং খাজাঞ্জি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩১জানুয়ারি। পৌরসভা জটিলতার কারণে ৮টি ইউনিয়নের মধ্যে ৬টিতেই নির্বাচন হচ্ছেনা।
এরমধ্যে ২নং খাজাঞ্চি ইউনিয়নে নির্বাচন স্থগিতের জন্য বর্তমান চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন হাইকোটে একটি রিট করলে এ-রিটটি খারিজ করে দেয় আদালত। ৬ষ্ঠ ধাপের তফসিল অনুযায়ী বিশ্বনাথের দুই ইউনিয়নে আগামী ৩১ জানুয়ারি এই ধাপের ইউপি ভোটগ্রহণের দিন রাখা হয়েছে। মনোনয়ন দাখিলের শেষ দিন রাখা হয়েছে ৩ জানুয়ারি। আর বাছাই ৬ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি। গত শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
এদিকে বিএনপি দলীয়ভাবে ইউনিয়ন নির্বাচন বর্জন করলেও বিএনপির নেতারা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যেই মাঠ চষে বেড়াচ্ছেন।
অপরদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী ভোটের মাধ্যমে বাচাই সম্পন্ন হয়েছে। এতে লামাকাজি ইউনিয়ন আওয়ামী লীগের ভোটে নৌকা মার্কার প্রার্থী মনোনীত হয়েছেন ইউনিয়ন যুবলীগ নেতা ও ইউপি সদস্য ফয়ছল আহমদ এবং খাজাঞ্জি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর মনোনীত হয়েছে।
প্রার্থী বাচাই পূর্ব বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান ও মকদ্দুছ আলীসহ জেলা, উপজেলা ও দুটি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এবিএ/২১ ডিসেম্বর