নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ উপজেলার ৪নং লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডে মোরগ প্রতীকে মেম্বার পদপ্রার্থী হিসেবে লড়বেন সেবুল আহম সেবুল । তিনি সমাজের উন্নয়নে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান এমন প্রত্যাশা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলার ১০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি ইউপি নির্বাচনে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে মেম্বার পদে মোরগ প্রতীক পেয়েছেন । আসছে ২৬ ডিসেম্বর নির্বাচনে মোরগ প্রতীক নিয়ে লড়বেন। তিনি লক্ষীপাশা ইউপির ৮নং ওয়ার্ডবাসীর সকলের সার্বিক সহযোগীতা কামনা করছেন।
তিনি বলেন, আমাকে নির্বাচিত করা হলে এলাকার উন্নয়নে সর্বাত্তক চেষ্টা করে যাবো। আমার লক্ষই থাকবে আমার এলাকা ও সমাজের মানুষের জন্য কাজ করা।
তিনি আরো বলেন, ৮নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রূপান্তর করবো,এছাড়াও ওয়ার্ডের যুব সমাজ ও অসহায় মানুষদের সামাজিক ও আর্থিক উন্নয়নে কাজ করা তার প্রধান লক্ষ্য বলে জানান তিনি ।
এবিএ/২১ ডিসেম্বর