স্টাফ রিপোর্ট:: সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সিলেটে ৭০৬ জনকে পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ০.৮৫। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১৯ জন সুস্থ হয়েছেন। এরমধ্যে সিলেটে ৩ জন, হবিগঞ্জে ১৫ জন ও মৌলভীবাজারের আরও ১ জন রয়েছেন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলার বাসিন্দা। আর করোনা আক্রান্ত ৬ জনের মধ্যে সিলেট জেলার ২ জন, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ২ জন রয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।
এবিএ/২১ ডিসেম্বর