সিলেট৭১নিউজ ডেস্ক;: ৬ষ্ঠ ধাপে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২টায় কোম্পানীগঞ্জ অডিটোরিয়ামে আয়োজিত সভায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়ার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, উপ-দফতর সম্পাদক মজির উদ্দিন, সদস্য গোলাপ মিয়া ও মো. জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, মো. ইয়াকুব আলী, পশ্চিম ইসলামপুর ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, উত্তর রনিখাই ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ফয়জুর রহমান,দক্ষিণ রনিখাই ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ,পশ্চিম ইউনিয়ন আ’ লীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী,সহ সভাপতি হাবিবুল্লাহ জাবেদ,উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলা উদ্দিন,যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ, সদস্য জাফর দেওয়ান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মীর আল মমীন।
সভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, সাংস্কৃতিক সম্পাদক মো. ফরহাদ হোসেন ও সদস্য আলকাছ আলী।
সভায় প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচনে জন্য ভোটাভুটি অনুষ্ঠিত হয়। মোট ২০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এতে উপজেলা আওয়ামীলীগের সদস্য আলকাছ আলী ১০ ভোট পেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ ০৭ ও সাংস্কৃতিক সম্পাদক মো. ফরহাদ হোসেন ০৩ ভোট পান।
তফসিল অনুযায়ী, ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৩ জানুয়ারি মনোনয়নপত্র জমা, ৬ জানুয়ারি যাচাই-বাছাই, ১৩ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার, ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আইআর/২১ ডিসেম্বর