বিয়ানীবাজার প্রতিনিধি;; সিলেটের বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামের হতদরিদ্র আমির উদ্দিনের বসত ঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২০ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইঁটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার খবরে গ্রামের তরুন-যুবকরা এগিয়ে আসেন, প্রায় দুইঘন্টা প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে আসে। খবর পেয়ে বিয়ানীবাজার ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দেয়।আগুনে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৪-৫ লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
সবাইকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবারের পাশে দাড়ানোর আহ্বান জানান এলাকাবাসীরা।বিয়ানীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ অনুপ কুমার সিংহ জানান, আগুন লাগার কারন এবং ক্ষয়ক্ষতির পরিমান তদন্তসাপেক্ষে জানা যাবে, তাৎক্ষনিকভাবে তা নির্ধারন করা যায়নি।
আইআর/২১ ডিসেম্বর