নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর সোবহানীঘাট এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে কোতোয়ালি থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
গ্রেফতারকৃত ইমন মিয়া (২৪) কুমিল্লা জেলার বরুড়া থানার তলাগ্রাম (মুন্সিপাড়া) এলাকার মঞ্জু মিয়ার ছেলে। বর্তমানে সে শাহপরাণ থানাধীন পশ্চিম তেররতন এলাকার বড় মিয়ার কলোনীতে বসবাস করে আসছে। আজ সকালে কোতোয়ালি থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এর আগে রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে সোবহানীঘাট রোডস্থ কাষ্টঘর যাওয়ার পথে ফয়সল মোটরসাইকেল ওয়ার্কসপের সামন থেকে তাকে ৯ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, গ্রেফতারকৃত ইমন কাষ্টঘর এলাকা থেকে পাইকারী দরে ইয়াবা ক্রয় করে ঘটনাস্থল এলাকাসহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
বিএ/২১ডিসেম্বর