নিজস্ব প্রতিবেদক:: সিলেটে আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ (সোমবার ) অনুষ্ঠিত হবে। সিলেট জেলা স্টেডিয়ামে বিকাল ৩টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
সিলেট জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ‘বিজয়ের পথে পথে’ শিরোনামের অনুষ্ঠান আয়োজন করছে। এরই অংশ হিসেবে আজ সিলেটে আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, নাট্যাভিনয় পরিবেশন, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন এবং সাংস্কৃতিক পরিবেশনা থাকছে।
বিএ/২০ ডিসেম্বর