গোয়াইনঘাট প্রতিনিধি:: আসছে ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ (৩য় ধাপের) নির্বাচনে গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়নে জনগণ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এম নিজাম উদ্দিনের (ঘোড়া মার্কার) নির্রাচনী জনসভায় “ঘোড়া” “ঘোড়া”স্লোগানে প্রকম্পিত হাকুরবাজার এলাকা।
মঙ্গলবার (২৩ নবেম্বর) সন্ধা ৭টায় ডৌবাড়ী ইউনিয়নের হাকুরবাজার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এর আগে আশপাশের বিভিন্ন এলাকা থেকে চেয়ারম্যান প্রার্থী এম.নিজাম উদ্দিনের ঘোড়া মার্কার সমর্থকরা ছোট ছোট মিছিল নিয়ে হাকুরবাজার মাঠের জনসভায় এসে জড়ো হয়ে করতালি এবং স্লোগান দিতে থাকে।
ইউনিয়নের সর্বস্তরের মানুষের উদ্দেশে চেয়ারম্যান প্রার্থী এম.নিজাম উদ্দিন বলেন, আগামি ২৮তারিখে আপনারা ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে যদি নির্বাচিত করেন তাহলে আপনারা সবাইকে নিয়ে ডৌবাড়ী ইউনিয়নকে সুস্থ, সচল ও আধুনিক ডৌবাড়ী ইউনিয়ন গড়ে তুলব ইনশাআল্লাহ্।
সেখানে বক্তব্য রাখেন ডৌবাড়ী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের মুরব্বিয়ান ছাত্র শিক্ষক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা এম নিজাম উদ্দিনের পক্ষে ঘোড়া মার্কায় ভোট প্রদানের অনুরোধ করেন ইউনিয়নের সাধারণ ভোটারদের কাছে।
এবিএ/২৪ নভেম্বর