সিলেট৭১নিউজ ডেস্ক;: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর শেখঘাটস্থ ক্যাম্পাসে ওয়ালটন এর উদ্যোগে দুইদিনব্যাপী ‘ওয়ালটন প্লাজা চাকুরী মেলা’ ২২ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিপুল সংখ্যক স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ শিক্ষার্থীসহ সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারী চাকরিপ্রার্থীরা উক্ত মেলায় অংশগ্রহণ করেন।
মেলায় চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় ওয়ালটন বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব এইচআর, হেড অব ডিভিশন-৬, চিফ ডিভিশনাল অফিসার, হেড অব অডিট অ্যান্ড কমপ্লায়েন্স, হেড অব ক্রেডিট, এরিয়া ম্যানেজার, ক্রেডিট মনিটরিং ম্যানেজার এবং বিভিন্ন প্লাজার ম্যানেজারগণ।
‘ওয়ালটন প্লাজা চাকুরী মেলা’ থেকে নির্বাচিত প্রার্থীদের ওয়ালটন বাংলাদেশ লিমিটেডের বিভিন্ন প্রতিষ্ঠানে সেলস অ্যাক্সিকিউটিভ ও সেলস অফিসারের ১৪৫টি পদে নিয়োগ প্রদান করা হয়। এছাড়া এ মেলা থেকে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ভবিষ্যতে ওয়ালটনের বিভিন্ন পদে নিয়োগ প্রদানের জন্য অপেক্ষমান রাখা হয়।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষ ‘ওয়ালটন প্লাজা চাকুরী মেলা’ আয়োজনের জন্য ওয়ালটন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানায়। ওয়ালটন কর্তৃপক্ষও সুন্দর ও সুশৃঙ্খল মেলা আয়োজনের জন্য নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতেও এ ধরনের মেলা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছে।
এবিএ/২৩ নভেম্বর