জৈন্তাপুর প্রতিনিধি:: জৈন্তাপুরে “সামাজিক সচেতনতা ও ক্রস কাটিং ইস্যু” নিয়ে ২দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
পরামর্শক সংস্থা উদয় মির্জাপুর টাঙ্গাইলের আয়োজনে সপ্তবাক ফাউন্ডেশন সিলেটের সহযোগিতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে ২দিন ব্যাপী “সামাজিক সচেতনতা ও ক্রস কাটিং ইস্যু” প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় জৈন্তাপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে সমাপনী অনুষ্ঠানে রাইজ ফাইন্ডেশনের উপ-পরিচালক কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা প্রকৌশলী এ.কে.এম রিয়াজ মাহমুদ, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার এহতেশামুল হক চৌধুরী, মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক সাহাদত হোসেন।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে ২৫জন প্রশিক্ষণার্থীরা অংশ নেন।
প্রাথমিক স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, সেনিটেশন, বাল্য বিবাহ, নারী নির্যাতন, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রশিক্ষণের মাধ্যমে একটি এলাকার জনগণের জীবনমান উন্নয়নের জন্য উদ্যোগী হওয়ার জন্য আহবান জানানো হয়।
এবিএ/২৩ নভেম্বর