স্টাফ রিপোর্ট:: সিলেট নগরের ধোপাদীঘিরপাড় থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে কোতোয়ালি থানা পুলিশ মাদক মামলায় তাকে আটক করে।
আটককৃত কাজল মিয়াকে (৩৭) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার কোকরাই গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে কোতোয়ালি থানা পুলিশ মাদক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার (২২ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে তাকে ১১ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের।
তিনি জানান, গ্রেফতারকৃত কাজল কাষ্টঘর এলাকা থেকে পাইকারী দরে ইয়াবা ক্রয় করে মাদক সেবীদের কাছে খুচরা ও পাইকারী দরে বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ।
এবিএ/২৩ নভেম্বর