কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: সিলেটের কোম্পানীগঞ্জে ৩২৪ বোতল বিদেশী মদসহ মো. ইউসুফ আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। রোববার (২১ নভেম্বর) দুপুরে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত ওই যুবক কোম্পানীগঞ্জ উপজেলার পুরান মেঘারগাও এলাকার মৃত আব্দুল মন্নানের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২০ নভেম্বর) রাত ৯ টার ৪০ মিনিটের দিকে উপজেলার ভাটরাইগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, সে দীর্ঘদিনযাবৎ সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিকটে মাদক বিক্রয় করে আসছে।
পরে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষে উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামি ও উদ্ধারকৃত আলামতসমূহ সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এবিএ/২১ নভেম্বর