স্টাফ রিপাের্ট: সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির অদূরে চলছে ইয়াবা ব্যবসা এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-৯। এসময় মশরাফিয়া রেস্টুরেন্টের সামনের রাস্তা থেকে ১ হাজার ৫শ’ ৯০পিস ইয়াবাসহ মাদক কারবারি আলী হোসেন (৩০) গ্রেফতার করে র্যাব-৯’র সদস্যরা।
আটককৃত আলী হোসেন ব্রাহ্মণবাড়িয়ার কাঞ্চনপুর গ্রামের পিতা- আব্দুল শহীদের ছেলে।
বিষয়টি বুধবার (১৭ নভেম্বর) দুপুরে র্যাব-৯’র মিডিয়া শাখা থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
এর আগে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারা মূলে মামলা দায়ের পূর্বক এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিএ/১৭ নভেম্বের