স্টাফ রিপোর্ট:: সিলেটের লেডিবাইকার রিয়াকে মাদক মামলায় ৬ দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের দেওয়া তথ্যমতে ও এজাহার অনুযায়ী, পুলিশের ধাওয়ায় পালিয়ে যান লেডি বাইকার রিয়া।
পালিয়ে যাওয়ার পর এতদিনেও গ্রেফতার না হওয়ায় আবার সিলেট মেট্রোপলিটন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। রিয়া রায় সিলেট নগরীর কুমারপাড়ার মন্দিরগলির ঝর্ণারপাড় এলাকার ৬২/এ-এর বাসিন্দা রামু রায়ের মেয়ে। সিলেটে তিনি লেডিবাইকার নামে পরিচিত। টিকটক ও ফেসবুকে প্রায়ই ভিডিওবার্তা দিয়ে তরুণীদের মোটরসাইকেল চালাতে উদ্বুদ্ধ করতেন তিনি। ৮ নভেম্বর সিলেট এয়ারপোর্ট থানার এসআই গৌতম চন্দ্র দাশ বাদী হয়ে মাদক মামলায় রিয়া ও তার বয়ফ্রেন্ড আরমান সামীকে আসামি করেন।
এ ঘটনায় ৭ নভেম্বর রাতে পুলিশ হাতেনাতে আরমান সামীকে মদ, ১০ পিস ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করে। এ সময় তার ব্যবহৃত নীল রঙের গাড়িও জব্দ করা হয়। এ ঘটনার পরপরই আত্মগোপনে চলে যান রিয়া। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির গনমাধ্যমকে বলেন, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। তাকে গ্রেফতারের জন্য আমরা সব পন্থা অবলম্বন করছি। যেকোনো সময় সে পুলিশের খাঁচায় বন্দি হবে।
বিএ/১৩ নভেম্বর