সিলেট৭১নিউজ ডেস্ক:: বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের আয়োজনে দেশব্যাপী আবৃত্তি আয়োজন ‘উচ্চকন্ঠে উচ্চারো আজ মানুষ মহীয়ান’ আগামী ১৪ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সারা দেশের প্রতিটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। দেশের ৬৪ জেলার শিল্পীদের অংশগ্রহণে এ আয়োজনে কবিতায় শান্তি ও মানুষের জয়গান ছড়িয়ে দেওয়া হবে প্রাণে প্রাণে।
উচ্চকণ্ঠে উচ্চারো আজ মানুষ মহীয়ান- এমন প্রত্যয়ে দেশব্যাপী অনুষ্ঠান আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের উদ্বোধনী অনুষ্ঠান আগামী রোববার (১৪ নভেম্বর) বিভাগীয় শহর সিলেটে অনুষ্ঠিত হবে।
রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালেদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের আহ্বায়ক ও বরেণ্য আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় ও সদস্য সচিব রূপা চক্রবর্তীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।
এবিএ/১০ নভেম্বর