স্টাফ রিপোর্ট :: সিলেট নগরীর পূর্ব বন্দরবাজার এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ মো. খোকন মিয়া নামে যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (০২ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে নগরীর পূর্ব বন্দরবাজার এলাকা থেকে থাতে আটক করা হয়।
আটককৃত খোকন শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের মো. জিতু মিয়ার ছেলে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে নগরীর পূর্ব বন্দরবাজার এলাকার মশরাফিয়া রেস্টুরেন্টে অভিযান চালিয়ে খোকন মিয়াকে আটক করা হয়। এ সময় তল্লাশী করে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন- এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) এবিএম আশরাফ উল্যাহ তাহের।
তিনি জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে খোকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিএ/০১