শরীফ আহমদঃ রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটন এর প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গতকাল ১ জুলাই বুধবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেল এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২’র গভর্নর রোটারিয়ান ড.বেলাল উদ্দিন আহমদ এমপিএইচএফ,এমডি,মেডেল পরিয়ে কলার হেন্ড ওভার করেন রোটারিয়ান ডাঃ মোঃ কামরুল ইসলাম পিএইচএফ এর নিকট এবং আইপিপি রোটারিয়ান মামুনুর রশীদ পিএইচএফ নতুন প্রেসিডেন্টকে দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্টিক্ট ট্রেইনার পিডিজি শহিদ আহমেদ চৌধুরী পিএইচএফ,ডিস্ট্রিক্ট সেক্রেটারী পিপি রোটারিয়ান রেজাউল করিম আহমদ জুবায়ের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি কপিল উদ্দিন বাবলু আরএফএসএম,ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুস সাদেক লিপন আরএফএসএম,ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান জামাল উদ্দিন আহমেদ
আরএফএসএম।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাসিসটেন্ট গভর্নর রোটারিয়ান পিপি মঞ্জুর আহমদ খান পিএইচএফ,সেক্রেটারী রোটারিয়ান মোহাম্মদ মনসুর আহমদ আরএফএসএম,জয়েন সেক্রেটারি রোটারিয়ান আসিম আহমেদ আরএফএসএম,ট্রেজারার রোটারিয়ান খালেদ আহমদ আরএফএসএম,রোটারিয়ান নজমুল ইসলাম পিএইচএফ,রোটারিয়ান জয়নাল আবদিন,রোটারিয়ান ডাঃ আব্দুর রাকিব,মোহাম্মদ সিদ্দেক আহমদ প্রমুখ।