বিয়ানীবাজার প্রতিনিধি :: সিলেটে চলছে উৎসবের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ। প্রতিটি কেন্দ্রে যাতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সেজন্য সর্তকবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া চতুর্থ ধাপের ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সিলেটের প্রতিটি কেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভোটারদের সারি দীর্ঘ হতে শুরু করেছে। এদিকে জাল ভোট দেয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনী ফাহিম মিয়া (১৬) নামের এক কিশোরসহ চার জনকে আটক করা হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিয়ানীবাজার উপজেলা ৪নং শেওলা ইউনিয়নের ২নং ওয়ার্ডে দিগলবাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র জাল ভোট দিতে গেলে তাদের আটক করা হয়।
দিগলবাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার শাহেদুল হক বলেন, জাল ভোট দিতে আসার কারণে ফাহিম মিয়া নামের এক কিশোরসহ কেন্দ্র থেকে চারজন আটক করা হয়েছে। তবে প্রিসাইডিং অফিসার ফাহিম মিয়া ছাড়া অন্যদের পরিচয় জানাতে অপরাগতা প্রকাশ করেন।
বিএ/২৬ ডিসেম্বর