গোলাপগজ্ঞ প্রতিনিধি:: গোলাপগঞ্জের ১০টি ইউনিয়নে শুরু হয়েছে ভোট গ্রহণ। আজ রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে টানা ভোট গ্রহণ।
এর আগে শনিবার বিকেল পর্যন্ত উপজেলার সবকটি ভোট কেন্দ্রে সরঞ্জামাদি প্রেরণ করা হয়। জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নে ৫৪ জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সাড়ে ৪ শতাধিক সাধারণ সদস্য (পুরুষ) এবং সংরক্ষিত সাধারণ সদস্য (নারী) ৯৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ১০ জন, জাতীয় পার্টির ৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন, জমিয়তে উলামায়ে ইসলামের একজন, জাসদের একজন, বিদ্রোহী ৪ জন, বিএনপির (স্বতন্ত্র) ১৫ জন, জামায়াতের (স্বতন্ত্র) ৮ জন, (সরাসরি কোনো রাজনৈতিক দল নয় এমন) স্বতন্ত্র ১১ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলার ১০টি ইউনিয়নে ১০৮টি ভোট কেন্দ্রের ৫৮১টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১০টি ইউনিয়নের ২লক্ষ ১৫হাজার ৮শত ৭৮জন ভোটার রাত নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৯হাজার ৫শত ৩৪ জন, এবং নারী ভোটার ১লক্ষ ৬হাজার ৩শত ৩৪জন রয়েছেন।এদিকে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় ৫জন ম্যাজিস্ট্রেট, ৬৭৫জন পুলিশ ও ১৬৮৩ জন আনসার থাকবেন। এছাড়াও বিজিবি ও র্যাব এর তিনটি করে টিম মাঠে রয়েছেন।
বিএ/২৬ ডিসেম্বর