কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নে নির্বাচনে জয়লাভের পর দুধ দিয়ে গোসল করেছেন নব-নির্বাচিত চেয়ারম্যান আলমগীর আলম। এরই মধ্যে দুধ দিয়ে গোসলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি শেয়ার করলে মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়। দুধ দিয়ে গোসলের ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আলমগীর আলম ওই ইউনিয়নের খায়েরগাঁও গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য। নব-নির্বাচিত চেয়ারম্যান আলমগীর আলম বলেন, ‘আমার আম্মা এবং চাচি পণ করেছিলেন, নির্বাচনে জিতলে দুধ দিয়ে গোসল করাবেন। তাঁরা তাদের কথা রেখেছেন। বৃহস্পতিবার নির্বাচনে বিজয়ের সংবাদ পেয়ে তাঁরা আমাকে দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তুলে নেন। দুধ দিয়ে গোসলের ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করেছি। পরে সেটি ভাইরাল হয়।’
আলমগীর আলম পূর্ব ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। গত বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তিনি ৫ হাজার ২৮১ ভোট পেয়েছিলেন। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক পেয়েছেন ৩ হাজার ৮৭৯ ভোট।
বিএ/১৩ নভেম্বর