শাবিপ্রবি প্রতিনিধি:: দীর্ঘ দুই বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসেছেন বরেণ্য শিক্ষাবিদ এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। অবসর জীবনে শাবি ক্যাম্পাসকে খুব বেশি মিস করেন বলে তিনি জানিয়েছেন।
বুধবার (১০ নভেম্বর) বিকেলে শাবি প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। দীর্ঘদিন পর অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ক্যাম্পাসে দেখে শিক্ষার্থীদের মাঝেও উচ্ছ্বাস দেখা যায়। অনেকে তার সঙ্গে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। নিজের অবসর সময় কীভাবে কাটছে জানতে চাইলে ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, অধিকাংশ সময়ই লেখালিখি করেই কাটে। তবে আমার এক সময়ের কর্মস্থল এই বিশ্ববিদ্যালয়কে খুব বেশি মিস করি। এই ক্যাম্পাসে কাটানো সময়গুলোর কথা খুব মনে পড়ে।শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্লাসে শিখে মাত্র ৫ শতাংশ, বাকি ৯৫ শতাংশই শিখে বিশ্ববিদ্যালয়ের ক্লাস রুমের বাইরে। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ড আর সহশিক্ষামূলক কার্যক্রম থেকেই বেশি শিখে তারা। আর এ শিক্ষার মাধ্যমেই তারা মানুষ হওয়ার প্রকৃত শিক্ষা খুঁজে পায়।
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রশংসা করে অধ্যাপক জাফর ইকবাল বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মাঝে স্বস্তি এনে দিয়েছে। শিক্ষার্থীরা অনেক ভোগান্তির হাত থেকে রক্ষা পেয়েছে।তিনি বলেন, শাবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে বের হওয়ার পর একজন যোগ্যতাসম্পন্ন লিডার হবে। সে যেকোনো বিষয়েই পড়ুক না কেন সে বের হয়ে একজন কোয়ালিটিফুল লিডার হবে। সে যেখানেই যাবে সেখানেই তার লিড দেওয়ার মতো যোগ্যতা থাকবে।প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল অবসরে যান। ১৮ অক্টোবর তিনি ক্যাম্পাস ত্যাগ করেন। এরপর ২০১৯ সালের অক্টোবর মাসের প্রথম দিকে তিনি সর্বশেষ শাবি ক্যাম্পাসে এসেছিলেন।
বিএ/১১ নভেম্বর