স্টাফ রিপোর্ট:: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জুস মেশিনে মিললো ৬ কেজির অধিক স্বর্ণ। জব্দকৃত স্বর্ণের বাজার মূ্ল্য সাড়ে ৩ কোটি টাকা হবে ধারণ কাস্টমস কর্মকর্তাদের। এ সময় তাকে স্বর্ণসহ গ্রেফতার করা হয়।
সোমবার (০৮ নভেম্বর) সকাল ৯টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-২৪৮) থেকে ৩৮ পিসের স্বর্ণের চালানটি জব্দ করা হয়।
আটককৃত পরেন্দ্র দাস (৩৬) মৌলভীবাজার সদরের আটঘর নাজিরাবাদ গ্রামের নরেশ চন্দ্র দাসের ছেলে।
সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট উপ কমিশনার মো. আল আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, দুবাই থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে সিলেটে আসেন ওই যাত্রী। তার সঙ্গে দুটি জুস মেশিনের ভেতরে ৩৮ পিস স্বর্ণের বার ও বার গলিয়ে করা বড় একটি স্বর্ণের চাকতি জুস মেশিনে ফিটিং করা অবস্থায় জব্দ করা হয়। সবগুলো মিলিয়ে ওজন হয়েছে ৬ কেজি ১৪৮ গ্রাম। যার বাজার মূল্য দাঁড়ায় সাড়ে ৩ কোটি টাকা।
তিনি বলেন, পরেন্দ্র দাসকে (পাসপোর্ট নং বিডব্লিউ-০৪৬১২৫৫) এয়ারপোর্টের গ্রীণ চ্যানেল অতিক্রমকালে চ্যালেঞ্জ করা হয়। তার কাছে কোনো স্বর্ণ আছে কিনা, জানতে চাইলে অস্বীকার করেন। পরে তার দেহ ও ব্যাগেজ তল্লাসী করে পৃথক দু’টি কার্টুনে জুস মেশিনের ভেতর থেকে ৩৮ পিস স্বর্ণ ও ১পিস স্বর্ণের চাকতি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দুবাই থেকে একজন লোক তাকে জুস মেশিন দু’টি বহণ করার জন্য দিয়েছে।
এদিকে, স্বর্ণের চালান আটকের ঘটনায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক রকমের হুলস্তুল পড়ে যায়। এ নিয়ে দুপুরে ওসমানী বিমানবন্দর লাউঞ্জে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান দেন কাস্টমস কর্মকর্তারা।
এবিএ/০৮ নভেম্বর