কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কে বিআরটিসি বাসের ধাক্কায় রিমা খাতুন নামের ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। রোববার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিমা খাতুন ছাতক উপজেলার সিমছাপুর গ্রামের মৃত সম্রাজ আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ভোলাগঞ্জের দশনম্বরগামী বিআরটিসি বাসটি খুব বেপরোয়া গতিতে যাচ্ছিল।
এ সময় মেয়েটি রাস্তা পাড় হওয়ার জন্য পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে চাইলে রাস্তার মাঝখানে বেপরোয়া গতির বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি আরও জানান, বিআটিসি কর্তৃপক্ষের পক্ষ থেকে একজন প্রতিনিধি থানায় গিয়েছেন এবং নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন। তারা অবশ্য পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফনের মৌখিক আবেদন করেছেন।
রোববার সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত উভয়পক্ষে আলোচনা চলছিল বলেও জানিয়েছে নিহত শিশুর পারিবারিক সূত্র।
এবিএ/০৩