গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
বজ্রপাতে সিলেটের গোলাপগঞ্জে ২টি বাড়িতে
গ্যাস রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ২ পরিবার সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টার ঘটননাটি ঘটছে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের উওর গোয়াসপুর গ্রামের মিজান আহমদের বাড়িতে ও গীর্দ গ্রামের বাসিন্দা আলেকখুজ্জামান আহমদের পাশ্ববর্তী বাড়িতে এ দূরঘটনা ঘটে। জানা যায় ভোরবেলা সিলেটের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এমন সময় বিকট শব্দের পরই বজ্রপাতে বাড়ির ঘরের পাশে গ্যাস রাইজারে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। তাৎক্ষণিক গোলাপগঞ্জ জালালাবাদ গ্যাস অফিসের জরুরী বিভাগে ফোন দেওয়া হলে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও আগুন নিভাতে সকাল ৬টায় ভয়াবহতায় তারা কাছেই যেতে পারেননি। প্রায় আধাঘণ্টা পর আগুন নিভাতে সক্ষম হয়।
এব্যাপারে মিজান আহমদ জানান বজ্রপাতের কারণে গ্যারেজে গ্যাস চালিত নোহা গাড়ী,গরু খামার অল্পে জন্য রক্ষা পায়। তারপরও প্রাণে বাঁচতে পারায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।