গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন সরকারের পাশাপাশি বৃত্তশালী ও প্রবাসীদের বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াতে আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার প্রবাসী আলী হোসেনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। নন্দিরগাঁও ইউনিয়নের পর্বতপুুুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবাসী আলী হোসেন, প্রধান শিক্ষক মো. ফারুক আহমদ, সহকারী শিক্ষক ইসমত আরা, সমাজসেবী আমিনুর রহমান চৌধুরী, নাজির উদ্দিন প্রমুখ। এসময় প্রায় ২শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।