সিলেট নগরীর রায়নগর মিতালী আ/এ ৩নং গেইট সংলগ্ন মিন্টু মিয়ার কলোনিতে বাল্যবিবাহের আসর থেকে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় পুলিশ বাদী হয়ে মঙ্গলবার (০৮ আগস্ট) বাল্যবিবাহ নিরোধ আইনে মামলা (নং-১৪) দায়ের করে। ওই দিনই গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
গত সোমবার (০৭ আগস্ট) রাত ১১টায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এদিকে ভিকটিম ইভাকে পুলিশ তার মায়ের জিম্মায় দিয়ে দেয়।
কাতোয়ালি থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তসীর ও ওসি গৌছুল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এসআই ইবাদুল্লাহ, এসআই ফায়াজ উদ্দিন ফয়েজ,এসআই হুমায়ুন আজাদ, এএসআই নোমান মিয়া।
মামলার এজহার নামীয় আসামিরা হচ্ছে- বিয়ানীবাজারের ঘোড়াঘাট গ্রামের আলী রাজ চৌধুরীর ছেলে আনহার রাজা চৌধুরী, শাহপরাণ থানাধীন শ্যামলী আ/এ ১২৪ নং বাসার ছালেহ আহমদের ছেলে মহরম আলী ও মৌলভীবাজারের কুলাউড়ার কেওলাকান্দি গ্রামের মকবুল আলী তালুকদারের ছেলে সজিব আহমদ তালুকদার।
এদিকে, পুলিশের উপস্থিতি টেরপেয়ে মামলার এজহার নামীয় আসামি ময়মনসিংহের ফুলবাড়ী থানার মৎকিভাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম পালিয়ে যায়। সে বর্তমানে বিমানবন্দর থানাধীন হাজারীবাগ এলাকায় বসবাস করে আসছে।