ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে ওসমানীনগর থানা পুলিশ।
শনিবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হল উপজেলার দত্তগ্রামের নিপেন্দ্র কুমার ধরের ছেলে সাজাপ্রাপ্ত নিতাই লাল ধর ও কালাসারা দত্ত গ্রামের বিনোদ রায়ের ছেলে অশোক রায়। ওসমানীনগর উপজেলার এওলাতৈল গ্রামের রাশিদ উল্লার ছেলে হাছন মিয়া, তাহির আলীর ছেলে সানাউর আলী, ঘোষগাও গ্রামের মেরাব আলীর ছেলে রোশন মিয়া ও জাহাঙ্গীর আলম, নেত্রকোনা বেয়ার হাটির আজিজ মিয়ার ছেলে সজীব মিয়া ও একই এলাকার দুলু মিয়ার ছেলে আরাধন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল চৌধুরী গ্রেপ্তারকৃতদের রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।