ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : নিখোঁজের ৭ পর কুশিয়ারা নদীতে ভেসে উঠলো জনিরাণী লাশ। বৃহস্পতিবার দুপুরে ফেঞ্চুগঞ্জের মল্লিকপুর এলাকাধীন নদীর তীরবর্তী এলাকায় অজ্ঞাতনামা নারীর পাওয়া গেছে এমন খবর পেয়ে জনির পিতা ঘটনাস্থলে ছুটে এসে মেয়ের লাশ সনাক্ত করেন। হতভাগ্য জনি রাণী বড়লেখা উপজেলার গগড়া গ্রামের সজল কান্তি দাশের কন্যা।
গোলাপগঞ্জের আলমপুর গ্রামের রংগেশ দাশের সাথে বিয়ের পর থেকে স্বামীর বাড়িতে বসবাস করছিলো জনি রাণী দাশ। গত ২৭ জানুয়ারী থেকে জনি রাণীর খোঁজ পাওয়া যাচ্ছিলো না।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার এসআই সমীরণ চন্দ্রদাশ বলেন, লাশ মেয়ের পিতা সনাক্ত করেছেন। লাশটি গোলাপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।