সিলেট:: করোনা কালে থমকে আছে সিলেট নগরীর উন্নয়ন। সংষ্কারের অভাবে রাস্তায় গর্তের সৃষ্টির কারনে এবং ড্রেন নির্মান কাজ শেষ না হওয়ায় নগরীর বিভিন্ন জায়গায় দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের। এরই মধ্যে আগামী সপ্তাহেই আসছে সিটি কর্পোরেশেন বাজেট।
সম্ভাব্য নতুন বাজেটের আকার কত হতে পারে তা জানাতে অপারগতা প্রকাশ করলেও প্রধামন্ত্রীর ঘোষিত এক হাজার দুই শত কোটি টাকার অপেক্ষায় আছে সিলেট সিটি কর্পোরেশন।
অল্প বৃষ্টিতেও পানি জমছে নগরীর বিভিন্ন জায়গায়। এরমধ্যে নগরীর পাঠানটোলা ও উপশহর এলাকা অন্যতম। নগর কর্তৃপক্ষ বলছেন করোনা সংকটে উন্নয়ন কাজ থেমে আছে। এখনো করোনা শেষ হয় নি। তবে সীমিত আকারে কাজ শুরু হয়েছে।
পাঠানটোলা এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে ড্রেন নির্মাণকাজ এখনো শেষ হয় নি। রাস্তার বেহাল অবস্থার কারনে মারাত্মক যানজটের দেখা দিচ্ছে প্রতিদিন।
সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, করোনা কালে আগামী সপ্তাহে আসছে সিটি কর্পোরেশনের বাজেট। এই বাজেটে উন্নয়নের পরিধি আরও বিস্তৃত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
সিটি কর্পোরেশের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বলেন, আগামী বিশ আগষ্ট সিটি কর্পোরেশনের সম্ভাব্য বাজেট পেশের সম্ভাবনা রয়েছে। এবারের বাজটে চমক কি থাকতে পারে এমন প্রশ্নের জবাবে সিইও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত এক হাজার দুই শত কোটি টাকার অপেক্ষায় আছে সিটি কর্পোরেশন। বাকিটা বাজেট উপস্থাপনে পেশ করা হবে। তিনি জানান, সিটি কর্পোরেশনের অনেক কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত। অনেক গুলো প্রকল্প চলমান আছে। করোনা সংকটের কারনে প্রকল্প গুলো স্থবির হয়ে পড়েছে। তবে কিছু দিনের মধ্যে যথারীতি কাজ শুরু হবে।