কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরার ভবানীপুর এলাকায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুদবার (১৯ মার্চ) রাত সাড়ে দশটার দিকে, তারাবির নামাজ চলাকালীন মো. বারেক মিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. বারেক মিয়ার ছেলে, যুক্তরাজ্যপ্রবাসী মো. হাবিবুর রহমান (২৫) দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বর্তমান সরকার ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে আসছেন। এর জেরে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন কুলাউড়ায় তার বিরুদ্ধে মিছিলও করেছে। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার প্রতিক্রিয়াতেই তার বাড়িতে হামলা চালানো হয়।
মো. বারেক মিয়া জানান, তারাবির নামাজের সময় হঠাৎ করে বাড়ির ভেতর থেকে মহিলাদের চিৎকার শুনতে পান। স্থানীয় মুসল্লিদের নিয়ে দ্রুত বাসায় ফিরে দেখেন, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তার ছেলের বিরুদ্ধে স্লোগান দিয়ে হামলা চালায়। তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে এবং বাড়ির নারীদের ওপর আক্রমণ চালায়। হামলাকারীরা তার ছেলেকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। তিনি আরো দাবী করেন তার ছেলে মো.হাবিবুর রহমান বাংলাদেষ ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় কর্মী ছিলেন ।
স্থানীয় ইউপি সদস্য মখলিছুর রহমান জানান, ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় মুরব্বিরা পরিস্থিতি শান্ত করেন। তিনি জানান, হামলাকারীদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় বিএনপির সমর্থকরা ছিলেন।
বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের কুলাউড়া উপজেলা আহ্বায়ক নাহিদুর রহমান বলেন, “ভবানীপুরের ছাত্রশিবিরের সাবেক নেতা, যুক্তরাজ্যপ্রবাসী হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে সরকার ও বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে আসছেন। এতে সাধারণ ছাত্র জনতার মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে, যার ফলে ক্ষোভে তার বাড়িতে হামলা চালানো হয়।”
তিনি আরও বলেন, “দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কাউকে রেহাই দেওয়া হবে না।” তবে লুটপাটের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, “হামলা ও ভাঙচুর করা হয়েছে, কিন্তু কোনো লুটপাট হয়নি।”
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক জানান, হামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও জানান, এর আগে ১২ মার্চ বিএনপি ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের পক্ষ থেকে মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। তবে আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে হুমকি দেওয়া বা হামলা চালানো সম্পূর্ণভাবে বেআইনি বলে তিনি মন্তব্য করেন।
সিলেট৭১নিউজ/টি আই এন