স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে যুক্তরাজ্য বিএনপি’র সহ সভাপতি ও গ্রেটার সাসেক্স বিএনপি’র সভাপতি এম এ মুকিত এর পক্ষ থেকে সিলেটের দক্ষিণ সুরমার নিজ এলাকায় বর্তমান করোনা ভাইরাস এর কারনে গৃহবন্দী অসহায়, দিনমজুর ও নি¤œমধ্যবিত্ত মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়।
এক বিবৃতিতে এম এ মুকিত বলেন, দেশে করোনা ভাইরাসের এই মহামারীতে কর্মহীন মানুষের ঘরে খাদ্য সংকট দেখা দিয়েছে। অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য পৌছে দিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সকল প্রবাসী ও বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। মানবতার কল্যাণে সবাইকে কাজ করতে হবে। বিশ্বের এই দূর্দিনে সকলকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।
পরিশেষে তিনি দেশ ও দেশের বাহিরে করোনা ভাইরাসে আক্রান্ত সকলের আশু-রোগ মুক্তি কামনা করেন।