শরীফ আহমদ, দক্ষিণ সুরমা: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় সরকারিভাবে কৃষকের কাছ থেকে ২৬ টাকা ধরে ধান সংগ্রহ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় টেকনিক্যাল রোডে খাদ্য গোদামে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী, ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোজ কান্তি দাস চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আউয়াল, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, কারিগরি খাদ্য পরিদর্শক মোঃ আব্দুল করিম সহ খাদ্য গোদামের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এসময় কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন- ফিরোজ উদ্দিন, শাহ খলিলুর রহমান, ওমর চন্দ্র দাস, লিলু মিয়া, জিতু মিয়া প্রমুখ।
উদ্বোধনী দিনে প্রতি কেজি ২৬ টাকা ধরে ওই উপজেলার ৫ জন কৃষকের কাছ থেকে ৫ মে.টন আমন ধান সংগ্রহ করা হয়।
আগামী ২৮ ফেব্র“য়ারি ২০২০ইং পর্যন্ত ধান সংগ্রহ চলবে। এবার দক্ষিণ সুরমা উপজেলায় আমন ধান বরাদ্দ করা হয়েছে ৮৯৫ মে.টন।