মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মৃতিংগা চা বাগান এলাকায় স্বামীর মোটরসাইকেলের পেছন থেকে চিটকে পড়ে পিকআপভ্যানের চাপায় তাসনিমা বেগম(২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভৈরববাজার সড়কের মৃতিংগা চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসনিমা হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার চারগাও এলাকার প্রাণ-আরএফএল গ্রুপের সেলস এক্সিকিউটিভ শিবলু মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিবলু মিয়া তার স্ত্রী তাসনিমাকে সঙ্গে করে মোটরসাইকেলযোগে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার যাচ্ছিলেন। পথে ভাঙা রাস্তার ঝাঁকুনিতে অসাবধানতা বসত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তাসনিমা। এ সময় পেছন থাকা ভালুভর্তি একটি প্রিকআপভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্রীমঙ্গল থানার এসআই দেলোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।