গোয়াইনঘাট প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ গোয়াইনঘাট সরকারি কলেজ শাখার এক বছর মেয়াদি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
১৯ আগস্ট এই কমিটির অনুমোদন দেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজিব আহমদ, আর সাধারণ সম্পাদক হয়েছেন মামুনুর রশীদ মামুন।
শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এই আংশিক কমিটির মাধ্যমে গোয়াইনঘাট সরকারি কলেজে নবজাগরণের সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।
ছাত্ররাজনীতির উজ্জ্বল চর্চা, সাংগঠনিক শৃঙ্খলা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নেতৃত্বে নতুন এই কমিটি শিক্ষাঙ্গনে গড়ে তুলবে মূল্যবোধের বাতিঘর এমন প্রত্যাশা গোয়াইনঘাটবাসীর।