গোলাপগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট জেলা শাখা কর্তৃক ঘোষিত গোলাপগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটিতে সদস্য পদে নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম। ৫ই ডিসেম্বর দুপুরে আনুষ্ঠানিকভাবে ১৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করে সিলেট জেলা ছাত্রলীগ।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এর যৌথ স্বাক্ষরে প্রকাশিত এ কমিটিতে স্থান পেয়েছেন গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার কর্মীবান্ধব ও পরিশ্রমী ছাত্রনেতারা।
নতুন কমিটিতে সদস্য নির্বাচিত হওয়ায় আশরাফুল ইসলামকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করছেন, পাশাপাশি মাঠপর্যায়ের কর্মীরাও আনন্দ প্রকাশ করছেন।
আশরাফুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন,
“আমি বাংলাদেশ ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে এই সম্মানজনক দায়িত্বে মনোনীত করেছেন। দলের প্রতি আনুগত্য রেখে এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাবো ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং তৃণমূলের একজন সক্রিয় কর্মী হিসেবে দলের বিভিন্ন কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছেন।