নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আফছান হোসেন একাধিক বিস্ফোরক, রাজনৈতিক ও হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। সিলেট কোতোয়ালি মডেল থানা ছাড়াও একাধিক থানায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্রজনতার গনঅভ্যুত্থানের হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আফছান হোসেন দীর্ঘদিন ধরেই পলাতক রয়েছেন। পুলিশ জানায়, তার বাসায় একাধিকবার অভিযান চালানো হলেও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বর্তমানে সে আত্মগোপনে থাকায় খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে।
এদিকে, পলাতক থাকাবস্থায় আফছান হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠনের বিরুদ্ধে নিয়মিত মানহানিকর ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও রয়েছে।
জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি এক বিবৃতিতে বলেন, “আফছান হোসেন দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাকে অবিলম্বে আইনের আওতায় আনা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পরিচয়ে দীর্ঘদিন ধরে তিনি এলাকাজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। বিস্ফোরক মামলা এবং অন্যান্য অপরাধে জড়িত থাকলেও তাকে গ্রেপ্তার না করায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আফছান হোসেনকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তার অবস্থান নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। তিনি গা-ঢাকা দিয়েছেন, তবে তাকে ধরতে আমাদের টিম সর্বদা প্রস্তুত।