April 19, 2024, 1:00 am

সংবাদ শিরোনাম :
জমির ধান নষ্ট করে দিলো প্রতিপক্ষ: দিশেহারা কৃষক সিলেটে ইট ভাটা নিয়ে নজিরবিহীন কেঙ্ককারী বিশ্ব গাজায় হত্যাকাণ্ড প্রত্যক্ষ করছে, বন্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না : প্রধানমন্ত্রী সুজানগর ইসলামী সমাজকল্যাণ পরিষদের কমিটি গঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে উন্মুক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাওলানা লুৎফুর রহমানের মৃত্যু ”গুজব সংবাদ ফেসবুকে” বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বিজিবির নিয়ন্ত্রণে পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিতে হবে সচিবদের :প্রধানমন্ত্রীর বইমেলা বাঙালি জাতিসত্তা দাঁড় করাতে সহায়ক : কবি নুরুল হুদা দুর্নীতি-অনিয়ম র অভিযোগে ডৌবাড়ী প্রবাসী কল্যাণ ট্রাস্টের ৪ সদস্য বহিষ্কারের অভিযোগ ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোয়াইনঘাটের শীর্ষ কুখ্যাত চোরাকারবারী কালা মিয়া বিছানাকান্দি সীমান্তে অবৈধ পথে ঢুকছে ভারতীয় গরু :নেপথ্যে গোলাম হোসেন! বাদাঘাট মসজিদে ৫ লাখ টাকার অনুদান দিলেন সেলিম আহমদ এমপি রতনের আশীর্বাদ : যাদুকাটা গিলে খাচ্ছে রতন-মঞ্জু গোয়াইনঘাটে স্কুলের নামে প্রবাসীর জমি দখল গোয়াইনঘাটে এক শিবির নেতার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ  সিলেটে শেখ হাসিনার প্রথম সফর স্মরণ করে আবহবিচ’র দু’আ মাহফিল শেখ হাসিনার সিলেট শুভাগমণের ৪৩ বছর সোমবার সিলেটে বীর মুক্তিযোদ্ধা ফারুক এমপির আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় উপদেষ্টা নির্বাচিত সুনামগঞ্জের গোলাম আজম তালুকদার দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মোখা:‘পরিস্থিতি বুঝে’ এসএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচনের ৪ দিন আগে নতুন যে প্রতিশ্রুতি দিলেন এরদোগান উত্তাল পাকিস্তান, প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা জাহাঙ্গীরের মনোনয়নপত্র বৈধ বলার সুযোগ নেই আমি প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ ঘটত না: ট্রাম্প কী হচ্ছে, আর কী হবে তা সময়ই বলে দেবে: অপু বিশ্বাস সুদান থেকে ফিরলেন আরও ৫১ বাংলাদেশি
আরবী নববর্ষের শপথ হোক পরিশুদ্ধতার

আরবী নববর্ষের শপথ হোক পরিশুদ্ধতার

Please Share This Post in Your Social Media

আবু সুফিয়ান :: হিজরি_নববর্ষ১৪৪৪ মুসলিম জাতির জন্য এক অনন্যোজ্জ্বল গৌরবগাঁথা ও ঐতিহাসিক দিন। নিজেদের অস্তিত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে এই দিনটি বিশ্ব মুসলিম উম্মাহকে নব চেতনায় উদ্দীপ্ত করে। মানবতার মুক্তির জন্য যে মহামানব আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়ে এই অন্ধকারাচ্ছন্ন জাহেলিয়াতে পূর্ণ ধ্বংস পদযাত্রী মৃতপ্রায় এই মানব জাতিকে মুক্তির পথ দেখাতে এসেছিলেন সেই মুক্তির দিশারি মহামানব রহমাতুল্লিল আলামীনকে পর্যন্ত ওরা হত্যার ষড়যন্ত্র করলো!!সেই ভয়াল ষড়যন্ত্রের রজনীতে আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে নিরস্ত্র একা এক আবুবকর রাঃকে সাথী করে অন্ধকারের ভিতর দিয়ে যেই মহা পদযাত্রা করেছিলেন সেই ভয়াল রজনী থেকে গণনা শুরু করে সময়ের পরিক্রমায় তা আজ ১৪৪৩ বছর পার করে ১৪৪৪তম বছরে পদার্পণ করেছে।

বাংলা ও ইংরেজি নববর্ষে আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকে। আরবি নববর্ষের অনেক গুরুত্ব ও তাৎপর্য থাকা সত্ত্বেও উল্লেখ করার মতো কোনো কর্মসূচি পালন করা হয় না বললেই চলে। এর জন্য আমরা মুসলিমরা দায়ী। হিজরি বছরের শেষ মাস তিন চার এবং শুরুর মাস অনেক মর্যাদা ও ফজিলতের মাস। তাই এ হিজরি বছরের শেষ এবং নতুন বছরের প্রথম রাত ও দিন বিগত দিনের গোনাহ মাফ এবং আগামী দিনের কল্যাণ লাভের এক মর্যাদপূর্ণ সময়। আসুন আগামী থেকে আমরা এই দিনটি যথাযথভাবে উদযাপন করি।’

‘আরবি বছরে মহররম হচ্ছে প্রথম মাস,একটি পবিত্র মাস। সূরা তাওবার ৩৬ নং আয়াতে আল্লাহ বলেন, “নিশ্চয়ই আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে মাসগুলোর সংখ্যা হল বার। এর মধ্যে বিশেষ রূপে চারটি মাস হচ্ছে সম্মানিত”। মহররম এই চারটি মাসের একটি। একই আয়াতে পরের অংশে আল্লাহ বলেন, “Do not wrong your souls in these months” অর্থাৎ তোমরা এই মাসগুলোর সম্মান বিনষ্ট করে নিজেদের প্রতি অত্যাচার কোরো না। (সুরা তাওবা, আয়াত : ৩৬
তাই আমাদের উচিত এই মাসে সকল Major Sins,গুরুতর পাপ থেকে নিজেদের বিরত রাখা।

মহানবী (স) বলেছেন – أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ – The most excellent fasting after Ramadan is in the Month of Allah “Al-Muharram”. খেয়াল করুন, মহানবী (স)এই মাসকে বলেছেন Month of Allah. অন্যকোন মাসকে কিন্তু شَهْرُ اللَّهِ বা Month of Allah বলা হয়নি। তাই, এমাসের সম্মান অনেক বেশী। আর সে জন্যই মহানবী (সা) এর জীবনাবসানের দশ বছর পর ওমর (রা) যখন এই ক্যালেন্ডার প্রবর্তন করেন, তখন মহররমকে প্রথম মাস হিসেবে স্থান দেয়া হয়।

আরবি নববর্ষেকে সামনে রেখে আমরা আমাদের আমলের অগ্রগতি, পরস্পরের মধ্যে সাম্য, সম্প্রতি, ন্যায় ইনসাফ এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার শপথ নেয়া উচিৎ। নতুন সময় নতুন পদক্ষেপ উপলক্ষে মানুষের হৃদয়ও নতুন ভাবে সজীব হয়ে ওঠে,একটা নতুনত্ব কাজ করে হৃদয়ে। আমরা যদি হৃদয়ের সেই নতুনত্বের মাঝে শুদ্ধতা ন্যায় ইনসাফ এর দৃঢ় শপথ নিতে পারি তাহলে আগামী বছর হবে আমাদের জন্য
শ্রেষ্ঠ একটি বছর,নিজের আমল এবং সামাজিক দায়বদ্ধতার আসবে সুবিশাল পরিবর্তন। টকবছর একবছর করে মৃত্যু আমাদের নিকটবর্ত্তী হয়ে আসতেছে সুতরাং
নতুন বছরকে কেন্দ্র করে আমরা কি এই শপথ নিতে পারি যে
১/নামাজ আর করবোনা কাজা,
২/গান বাজনা,সিনেমা নাটক সহ ছেড়ে দেবো সবধরনের নেশা,
৩/ পিতা-মাতার আনুগত্য করবো,
৪/ আত্মীয়তার বন্ধন বজায় রাখবো,
৫/কাওকে কষ্ট দেবোনা,
৬/ সকল ধরনের গোনাহের কাজ ছেড়ে দেয়ার শপথ।

সবধরনের গুনাহ জীবন ধ্বংসের কাজ, গুনাহ মানুষের জীবনে সংকীর্ণতা এবং দুঃখ কষ্ট ডেকে আনে!! আল্লাহ বলেন “আর যে আমার স্বরণ থেকে বিমুখ হয় তার জীবন সংকীর্ণতা এবং দুঃখ কষ্টে ভরপুর হয়ে যায় ” সূরা তহা আয়াত ১২৪,, আল্লাহর স্বরণ বলতে সব কাজই আল্লাহর হুকুম আহকাম মতো করা,গুনাহ থেকে বেঁচে থাকা, অর্থাৎ
আল্লাহর জিকির করলে আল্লাহকে স্বরণে রাখলে আপনি কি কখনো গান নাটক সিনেমা কিংবা অন্য যেকোনো পাপের কাজের সময় জিকির করবেন!!নিশ্চয়ই নয়।এজন্যই আয়াতে বলা হয়েছে আল্লাহর স্বরণ ছাড়া দুঃখ কষ্টে ভরপুর জীবন।গুনাহের কাজে লিপ্ত থাকবেন,আপনার রিজিক সংকীর্ণ হবে!!আপনার জীবনে বিপদ মুসিবত আসতেই থাকবে।এজন্য নতুন বছরের শপথ হোক সব ধরনের গুনাহের কাজ পরিহার করার।
“নতুন হিজরী বছরটি সকলের জন্য মঙ্গল ও কল্যাণ এবং শান্তিময় হোক, সকলের জন্য বয়ে আসুক সুখ সম্মৃদ্ধি, এই প্রার্থনা করছি আল্লাহ তায়ালার কাছে।
হিজরি নববর্ষের প্রথম এ মাসে দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে ইসলামের ইতিহাসে অনেক ঘটনাবলী ইতিহাসের স্বাক্ষী হয়ে রয়েছে। এমনকি এই দিনেই আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করবেন অর্থাৎ কেমাত সংঘটিত করবেন। ‘
ফিরে এলো আজ সেই মুহাররম মাহিনা, ত্যাগ চাই, মর্সিয়া ক্রন্দন চাহিনা।’
বিদায়ী হিজরি বছরের শেষ দিনের সূর্য অস্তমিত হচ্ছে।।
আল্লাহ রাব্বুল আলামীনের কাছে একটাই প্রার্থনা তিনি যেনো আমাদের জীবনের বিগত বছরের সকল পাপ রাশি ক্ষমা করে দেন।এবং আগামি বছরটি যেনো আমাদের জন্য আরো সুন্দর এবং সাফল্য মণ্ডিত করেন।
এবং আমাদের সদাসর্বদা তাহার দেয়া সিরাতুল মুসতাক্বিমের পথে পরিচালিত করেন।

লেখকঃ (প্রবাসী সমাজকর্মী,সৌদি আরব)





Calendar

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  



  1. © সর্বস্বত্ব সংরক্ষিত © 2017 sylhet71news.com
Design BY Sylhet Hosting
sylhet71newsbd