সিলেট৭১নিউজ ডেস্ক:: মাদারীপুরে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরানবাজার থেকে শকুনটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ১১০ সেন্টিমিটার লম্বার ১৫ কেজি ওজনের শকুনটি মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকালে খুলনা রেঞ্জ অফিসে হস্তান্তর করা হবে।
বন বিভাগ জানায়, শহরের পুরানবাজারের বন্ধ থাকা মাংসের দোকানের সামনে হঠাৎ একটি শকুন দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বন বিভাগের লোকজন শকুনটি খাঁচায় বন্দি করে বন অফিসে নিয়ে আসে। পরে পরীক্ষা করে শকুনটিকে সুস্থ আছে বলে জানায় প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তারা। রাতে শকুনটিকে মাংস খেতে দেয়া হয়। এটি খুলনা রেঞ্জ অফিসের কর্মকর্তাদের কাছে সকালে হস্তান্তরের কথা রয়েছে।
মাদারীপুর বন অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস কুমার সেনগুপ্ত জানান, উদ্ধার হওয়া শকুনটি সুন্দরবনে অবমুক্ত করা হবে। এজন্য খুলনা রেঞ্জ থেকে গাড়ি মাদারীপুরের উদ্দেশে রওয়ানা দিয়েছে।
মাদারীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু বকর সিদ্দিক জানান, শকুনটি পর্যবেক্ষণে রয়েছে।
সিলেট৭১নিউজ/সময়/আবিদ