সিলেট৭১নিউজ ডেস্ক:চট্টগ্রামে বোয়ালখালী উপজেলায় মহিষের তাণ্ডবে মো. ইসমাইল (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।
রোববার সন্ধ্যায় উপজেলার পৌরসভার ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহত মো. ইসমাইল উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডের ইউসুফ তালুকদারবাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।
আহতরা হলেন- উপজেলার মধ্যম শাকপুরা আনিস তালুকদারপাড়ার মৃত আবদুল হাকিমের স্ত্রী গুলছড়া বেগম (৮৫), পশ্চিম গোমদণ্ডী এলাকার সৈয়দ আহমদের স্ত্রী খুশি বেগম (৪৫), একই এলাকার মৃত মনজুর আহমদের ছেলে নুরুল আবছার (৪০) ও পূর্ব গোমদণ্ডী এলাকার আহমদ কবিরের ছেলে মো. রহিম (২২)।
স্থানীয়রা জানান, পৌরসভার বহদ্দারপাড়া এলাকায় একটি মহিষ হঠাৎ সাধারণ মানুষের ওপর আক্রমণ করে। এ সময় ওই মহিষের গুতায় পাঁচজন আহত হন। তাদের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মো. ইসমাইলকে মৃত ঘোষণা করেন।এদিকে স্থানীয় জনতা ও পুলিশ পরে ঘটনাস্থলে পৌঁছে মহিষটিকে নিয়ন্ত্রণে আনে।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী জানান, সন্ধ্যায় মহিষের আক্রমণে আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।