দক্ষিণ সুরমার লালাবাজারে অগ্রণী ব্যাংক লিঃ এর উদ্যোগে স্থানীয় কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।
২ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় অগ্রণী ব্যাংক লিঃ লালাবাজার শাখা ব্যবস্থাপক অজিত কুমার তালুকদার এর সভাপতিত্বে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন- অগ্রণী ব্যাংক লিঃ এর এজিএম মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, ল্যান্ডমার্ক সিলেট প্রাঃ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আহাদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের সিনিয়র অফিসার ¯েœহময় চক্রবর্তী, আলামিন হক, মোঃ জাকারিয়া, অসিম চন্দ্র পাল, আয়েশা আক্তার সুমি, যুব সংগঠক শাকির আহমদ ও ঋণ গ্রাহক কৃষকগণ।
২০২০-২০২১ অর্থ বছরে কৃষি ঋণ নীতিমালার আওতায় প্রকৃত ক্ষুদ্র কৃষক ও বর্গাচাষী ২৫ জনের মধ্যে কৃষি ঋণ বিতরন করা হয়।