সিলেট৭১নিউজ ডেস্ক::নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ যে ঘর পাচ্ছেন, আমার বিশ্বাস আগামীতে, এই ঘড় থেকেই শত মুজিব জন্ম নিবে। বাংলাদেশে কেউ আর গৃহহীন থাকবে না।
শনিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১ নম্বর নাফানগর ইউনিয়নের সুলতানপুর গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রায়ন ২ প্রকল্পের আওতায় দেশের সকল ভ’মিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদানের ১০টি ঘর ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রি আরো বলেন, আমাদের মাথা পিছু আয় বেড়েছে। আমরা ২০৪১ সালের মধ্যে বিশ্বে উন্নত দেশ হিসেবে মাথা উচু করে দাঁড়াব। জাতির জনকের স্বপ্ন পুরনে সোনার বাংলা বিনির্মানে আমরা কাজ করে যাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, সহ সভাপতি মো. শাহ নইমদ্দিন , উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, ১ নম্বর নাফানগর ইউপি চেয়ারম্যান মো. শাহনেয়াজ পারভেজ শাহান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তৈমুর ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী শাহীন প্রমুখ।