সিলেট৭১নিউজ ডেস্ক::সিলেট নগরীতে পুলিশের হাতে ধরা পড়েছেন এক ভুয়া নারী পুলিশ। সকাল পোনে ১১টার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজারের প্রধান গেইটের সামনে থেকে পুলিশের পোষাক পরিহিত অবস্থায় ওই ভুয়া নারী পুলিশ সদস্যকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ
গ্রেফতার হওয়া ওই নারীর নাম হালিমা বেগম (২৫)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার শিমুলতলা, নোয়াগাঁও, রাজনগর এলাকার আব্দুল জলিল ওরফে জিলালের মেয়ে।
এ ব্যাপারে এসআই (নি.) মো. আব্দুল বাতেন ভূইয়া বাদি ভুয়া নারী পুলিশের বিরুদ্ধে থানায় কোতোয়ালি মডেল থানায় মামলা ৩৮(১১)২০) রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামিকে অদ্য বিজ্ঞ আদালতরি মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।