মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন-২০২০ ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং শ্রেষ্ঠ পারফরমার এ্যাওয়ার্ড লাভ করেছেন সিলেট জেলা পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জয়নাল আবেদীন।
গত ১১ নভেম্বর বুধবার ডিজিটাল সেন্টারের ১০ বছর পূর্তি উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সারাদেশের মধ্যে ১০জন শ্রেষ্ঠ পারফরমার এ্যাওয়ার্ড অর্জনকারীর নাম ঘোষণা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এটুআই প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার মোঃ তহুরুল হাসান।
সারাদেশের মধ্যে ডিজিটাল সেন্টারের সেরা একাউন্ট ওপেনার হিসাবে সর্বোচ্চ একাউন্ট সংগ্রহকারী জয়নাল আবেদীনের বাড়ি সিলেট সদর উপজেলার সতের গ্রামে। তিনি গত ৩ বছর যাবৎ সিলেট জেলা পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসাবে সিলেটবাসীর সেবা প্রদানে একের পর এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন। ইতিমধ্যে তার উদ্ভাবিত চার চাকার ব্যাংকিং কার্যক্রম গোটা সিলেট বিভাগে ব্যাপক সাড়া পেয়েছে। তিনি এসবের মাধ্যমে নিজের উদ্ভাবনী শক্তিকে দেশের জনগণের দোরগোড়ায় পৌছে দিতে চান। তিনি সর্বমহলের সহযোগিতা প্রত্যাশি।
উল্লেখ্য, মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন ২০২০-এ সারাদেশে সেরা কমিশন অর্জনকারী ৪জন, টপ ডিপোজিট আউললেড ৩ জন এবং টপ একাউন্ট ওপেনার হিসেবে ৩ জনের নাম ঘোষণা করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। বিজ্ঞপ্তি